মাটিরাঙ্গায় গণহত্যা দিবসে আওয়ামী লীগের মোমবাতি প্রজ্জ্বলন

IMG_20170325_190418 copy

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বাঙালি জাতির ইতিহাসে ঘৃণিত ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা  ও পৌর আওয়ামী লীগ  ও সহযোগী সংগঠন।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক।

এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকার, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্দ আলী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেলসহ আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণ উপস্থিত ছিলেন।

পরে দলীয় নেতাকর্মীসহ উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ২৫শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা স্বাধীনতার ৪৬ বছর পর আবার একটি ইতিহাসের সৃষ্টি করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন