মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন পিপিএম।

রবিবার(২৮ অক্টবর) বিকাল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা থানা কমপাউন্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মনছুর আলী, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা পৌর কমউিনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবির, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ৭নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাশেম ভূইঁয়া, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে পুলিশের সাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পুলিশই জনতা-জনতাই পুলিশ এ মন্ত্রে পুলিশ-জনগণের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সাধারণ জনগণের কল্যাণে পুলিশকে আত্মনিয়োগ করতে হবে। একাদশ জাতীয় সংষদ নির্বাচনকে সামনে রেখে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, তবলছড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. জামাল হোসেন, বড়নাল কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল বশর, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অমৃত কুমার ত্রিপুরা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন