মাটিরাঙ্গায় এলজি ও ভারতীয় রুপি উদ্ধার করেছে পলাশপুর বিজিবি

23.04.2017_Arms Recover NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির  মাটিরাঙ্গা উপজেলার দুর্গম বেদান্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি (বডিতে মেউড ইন চায়না লিখা) ও ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসময় দুই বোতল ভারতীয় মদ ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। শনিবার রাত পৌঁনে ১২টার দিকে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

পলাশপুর জোন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র স্বশস্ত্র সন্ত্রাসীরা চাঁদাবাজির জন্য বেদান্তপাড়ায় সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার পলাশপুর জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ’র নেতৃত্বে বিজিবির একটি সি-টাইফ টহলদল একটি পরিত্যাক্ত ঘর থেকে এলজিসহ এসব উদ্ধার করে।

জানা গেছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যায়। এসময় তাদেরকে অনুসরণ করা হলেও দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত এলজি, ভারতীয় রুপি ও চাঁদা আদায়ের রশিদ মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন মাটিরাঙ্গার পলাশপুর জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ।

এদিকে সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ’র স্বশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে স্থানীয়রা। অস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধারের পর গোকুলমনিপাড়া ক্যাম্প প্রত্যাহার করা হলে এ দুর্গম জনপদে উপজাতীয় সন্ত্রাসীদের তৎপরতা আরও বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় গোকুলমনিপাড়া ক্যাম্প প্রত্যাহার না করে জননিরাপত্তার স্বার্থে আরও একাধিক ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন