মাটিরাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া

Election News Pic

সিনিয়র রিপোর্টার:

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা না হলেও খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের উত্তাপ কাটতে না কাটতেই জনবহুল মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউনিয়নে আগাম নির্বাচনের হাওয়া লেগেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনের কমিশন প্রস্তুতি গ্রহণ করেছে এমন খবরে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গার ৭ ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা সমালোচনা। মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে শুরু করে দুর্গম প্রত্যন্ত জনপদ সর্বত্রই এ আলোচনা। চায়ের দোকার, হাট-বাজারে জমে উঠেছে সাধারণ ভোটারদের চায়ের আড্ডা।

পৌরসভা নির্বাচনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় প্রতীকে নির্বাচনের খবরটি নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে তৃণমূলে চমক সৃষ্টি করতে মুখিয়ে আছে সম্ভাব্য প্রার্থীরা।

মাটিরাঙ্গা উপজেলার সবকটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই অনেকটাই দৃশ্যমান। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার সুযোগ না থাকলেও তারা জানাজা, বিয়ের আসরে, সামাজিক আচার-অনুষ্ঠান, খেলাধুলার অনুষ্ঠানসহ বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে স্ব-স্ব কর্মতৎপরতার মাধ্যমে জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করছেন। সর্বোপরি নিজেদের রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজের পক্ষে দলীয় মনোনয়ন নিশ্চিত করতেও ব্যস্ত রয়েছেন। দিয়ে চলেছেন নানান ধরনের আশ্বাস ও মন ভুলানো প্রতিশ্রুতি।

নির্বাচনের প্রাথমিক কর্মকান্ড হিসেবে প্রার্থীদের অনেকেই বিভিন্ন আচার-অনুষ্ঠানে স্বশরীরে যোগদানসহ দান-খয়রাতও বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে, তৃণমূলের ভোটারদের সাথে কথা বলে।

মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী ভোটের মাঠে সরব আছেন। বর্তমান ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যানদের বাইরেও উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা তিন-চারজন। কোন কোন ইউনিয়নে এই সংখ্যা পাঁচ-কেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা এখনো হাতে গোনা।

গুইমারা ইউনিয়ন পরিষদ নবসৃষ্ট গুইমারা উপজেলায় যুক্ত হওয়ার কারণে এবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন