মাটিরাঙ্গায় আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্যকে স্মরনীয় করে রাখতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার (২২মার্চ ) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনাযতনে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, দেশের প্রায় সব মানুষের হাতে স্মার্ট ফোন আর তথ্যপ্রযুক্তি।

এটাও জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের সাফল্য। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবার সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারের এ সাফল্যের কথা জানানোর আহবান জানিয়ে তিনি বলেন, লক্ষ্য অর্জনে সকলকে একযোগে কাজ করতে হবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাসিম বিল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান অফিসার রুবায়েত তামিম, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা শফিউল আলম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি মো: জসিম উদ্দিন জয়নালসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন