মাটিরাঙ্গার ১৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকাল ৯ টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে একটি শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

এ কর্মসুচির আওতায় সকাল আটটা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে বিকাল চারটা পর্যন্ত উপজেলার ২শ’ ৩টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’শিশুর অন্ধত্ব প্রতিরোধসহ শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, হামসহ সব ধরণের শিশুমৃত্যু ২৪% হ্রাস করে। তাই শিশুর স্বাভাবিক বেড়ে ওঠাসহ তাদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে ৬-৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান তিনি।

এসময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ও ব্রাকের স্বাস্থ্য বিভাগের উপজেলা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় এ দফায় মাটিরাঙ্গার ১৫ হাজার ৬শ’ ৩০জন শিশুকে ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন