মাটিরাঙ্গার গোমতি ইউপি’র দাযিত্বভার গ্রহণ  করলেন ফারুক হোসেন লিটন

31.08.2016_Gumti UP NEWS Pic

নিজস্ব প্রতিবেদক:

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মাটিরাঙ্গার ৪নং গোমতি ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন গোমতি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা। বুধবার বেলা ২ টার দিকে গোমতি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনছুর আলী আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন’র কাছে দায়িত্বভার হস্তান্তর করেন ।

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনছুর আলী’র সভাপতিত্বে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো: আতিকুল হক চৌধুরী, পিএসসি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, সহকারী কমশিনার (ভুমি) মো: রায়হানুল হারুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মো: এনামুল হক আলীম, গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মনির হোসেন ও মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো: আবদুল মুনাফ  প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো: আতিকুল হক চৌধুরী বলেন, স্ব-স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে। জনকল্যাণে জনপ্রতিনিধিদের কাজ করা আহবান জানিয়ে তিনি বলেন, জনগণকে পরিষদমুখী করতে হবে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পুরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান নব-নির্বাচিত পরিষদকে উন্নয়নে মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে জনগনের মতামতকে প্রাধান্য দিতে হবে। তবেই কাঙ্খিত উন্নয়নের সুফল জনগনের দোড়গোড়ায় পৌছবে। তিনি বাল্যবিবাহ ও মাদক বিরোধী নসচেতনা তৈরীতে জনপ্রতিনিধিদের ভুমিকা রাখার আহবান জানান।

পরে গোমতি ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মো: মনছুর আলী‘র হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন নব-নির্বাচিত চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন।

প্রসঙ্গত, গেল ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি’র দুই শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় ছিনিয়ে নেন নব-নির্বাচিত চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন