মহেশখালী দ্বীপে শনিবার শতাধিক সন্ত্রাসী ও জলদস্যু আত্মসর্মপণ করবে

মহেশখালী প্রতিনিধি:

সম্প্রতি সুন্দরবনের পর এখানে বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে একাধিক সন্ত্রাসী বাহিনীর অন্তত শতাধিক সদস্য র‌্যাবের হাতে আত্মসমর্পণ করে স্বভাবিক জীবনে ফিরতে যাচ্ছেন বলে র‌্যাব জানিয়েছে। মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে স্বভাবিক জীবনে ফিরে আসবেন তারা।

কক্সবাজারের উপকূলীয় এলাকাজুড়ে রয়েছে একাধিক সন্ত্রাসী বাহিনীর শত শত সশস্ত্র সদস্য। এতদিন জল ও স্থলে তারা সমান তালে দস্যুতা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

রাতে কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক বলেন, শনিবার বেলা ১১টায় আত্মসমর্পণ উপলক্ষে মহেশখালী পৌর সদরের আদর্শ  উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাতে র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অন্তত শতাধিক সন্ত্রাসী তাদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় জানিয়েছেন। এমন পটভূমিতে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তারা আনুষ্ঠানিক আত্মসমর্পণ করবেন।

জানা গেছে, সম্প্রতি যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন-উল হাকিম ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আকরাম হোসেনের মধ্যস্থতায় প্রথম দফায় এসব সন্ত্রাসী র‌্যাবের কাছে আত্মসমর্পণে সম্মত হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন