Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মহেশখালী গ্রীল ওয়ার্কসপ মালিক সমিতির পরিচিতি সভা

pic-1---- copy

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার গ্রীল ওয়ার্কসপ মালিকদের নিয়ে গড়া সংগঠনের প্রথম পরিচিতি সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে সংগঠনের সভাপতি হারুন উদ্দিন রুবেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন  মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, থানার ওসি প্রদীপ কুমার দাশ, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বশর মোহাম্মদ ছামসুউদ্দিন, পৌর কাউন্সিলর বাবু মংলায়েন, রতন কান্তি দে, সনজিত চক্রবর্তি, গোরাকঘাটা বাজার কমিটির সাবেক সভাপতি আবুছালেহ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি বলেন, ওর্য়াকসপ মালিকরা সবাই ঐক্যবদ্ধ ভাবে গ্রাহকদের সুবিধা দিয়ে সুনাম অর্জন করলে তাদের প্রতি মানুষ সম্মান দেখাবে। তিনি ওই সংগঠনের সভাপতি সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিচিতি সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। গণতান্ত্রিক পন্থায় চলতি বছরের ১১ ফেব্রুয়ারির  নির্বাচনে হারুন উদ্দিন রুবেলকে সভাপতি ও বাবু ননীপদ দে সাধরণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় আগামী ৩বছরের জন্য। ওই কমিটির অন্যান্যরা হলেন অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য মো. হাবিব উল্লাহ, ছৈয়দুল করিম, হুমায়ুন উদ্দিন রুকন, স্বপন পাল, বিকাশ, নয়ন দে, মো. জাহাঙ্গির, লিটন।

পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য যথাক্রমে  নাছির উদ্দিন, আজম, খোকন, রাউজান, শুবল, নেপাল, আব্দু ছমদ, কালীপদ, নুরুল আবছার, এনাম, প্রদীপ, মানিক, রাখাল, সনজয়, সিপন, স্বপন দে, দ্রুভ, দেবাশীষ, হেলাল উদ্দিন ,মো. আজম ও মজনু।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন