মহেশখালীর পরিত্যাক্ত বার ভবন পরির্দশনে জেলা দায়রা জজ

27-9-16-moheshkhali-1-copy

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর পরিত্যাক্ত বার ভবন পরির্দশনে গেলেন জেলা ও  দায়রা জজ মীর শফিকুল আলম। এ সময় তিনি মঙ্গলবার সকাল ১১ টায় মহেশখালী উপজেলা পুরাতন আদালত ভবন পরির্দশন করেন।

জানা যায়, র্দীঘদিন জরাজীর্ণ ও পরিত্যাক্ত ভবনে আইনজীবি , পুলিশ,আসামী ও নিয়মিত মামলার হাজিরা দেওয়া লোকজন একাধিক বার ছাদের আস্তর ভেঙ্গে আহত হন। সম্প্রতি ঝুঁকির্পূণ অবস্থায় পুরাতন আদালত ভবনটি ব্যবহার অনুপযোগি হয়ে পড়লে অস্থায়ী কার্যালয় ডাকবাংলো ভবনে আদালতের কার্যক্রম হস্তান্তর করে। ২০১৩ সালে গণপুর্ত  বিভাগ এই পুরাতন আদালত ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করলে ও  নতুন ভবনে কার্যক্রম চালু না করায় স্থানীয় আইনজীবিদের সরকারের বিভিন্ন দপ্তরে স্বউদ্দ্যেগে আবেদন করলে গত সপ্তাহে  বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন মহেশখালী আদালত ভবন পরির্দশনে আসেন। এরই পরিপ্রেক্ষীতে তিনি দ্রুত মহেশখালী আদালতের নতুন  ভবনের কার্যক্রম শুরু করার জন্য মন্ত্রণালয়ে নির্দেশে মহেশখালী পরির্দশনে আসেন বলে জানা যায়।

পরির্দশন কালে উপস্থিত ছিলেন কক্সবাজার চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌফিক আজিজ,  সিনিয়র সহকারী জজ অসিম কুমার দে, মহেশখালী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: নেজাম উদ্দিন, কক্সবাজার জেলা বারের সভাপতি জিপি এডভোকেট মো: ইসহাক, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, মহেশখালী থানার অফিসার ইনর্চাজ বাবুল চন্দ্র বনিক, ওসি (তদন্ত) নাজমুল আলম।

এ সময় আইনজীবিদে মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আবুল তালেব, এডভোকেট নুরুল আলম, এডভোকেট হামিদুল হক, এডভোকেট সিরাজুল হক রানা, এডভোকেট আনছারুল হক, এডভোকেট ফারুক ইকবাল।

পরিদর্শণকালে মহেশখালীর কর্মরত আইনজীবিরা দ্বীপবাসীর কষ্ট লাগবে  দ্রুত ভাবে  নতুন আদালত ভবনের র্নিমাণ কাজ শুরু করার দাবী জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন