মহেশখালীতে পাগলা কুকুরের কামড়ে ১০ নারী পুরুষ আহত

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে এক পাগলা কুকুরের কামড়ে নারী পুরুষ সহ ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে পৌরসভার হাসপাতাল সড়কে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মহেশখালী পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধন অভিযান না করার ফলে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাসপাতাল সড়কে একটি পাগলা কুকুরের বেপরোয়া ভাবে আক্রমন করে সাধারণ পথচারির উপর। এসময় কুকুরের কামড়ে একাধিক আহত হয়েছে।

আহতরা হলেন, খুরশিদা জাহাঙ্গীর (৫০).  মোস্তাক আহমদ (৬০) নাফিজা তাহের (১৫) মোজাহের, (৪০). নির্মল কান্তি দে (৪২),  জাহেদা আক্তার (২০) রতন দে, খাইরুল আমিন(১৭) আনোয়ারা বেগম(৩৪) মুজিবুর রহমান (৩৪)নুরুল আমিন(২২)।

আহতরা মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন রয়েছে।

এদিকে হঠাৎ করে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মুলত হাসপাতাল সড়কটি জনগুরুত্বপূর্ণ সড়ক হওয়ার কারণে স্কুল কলেজ, মাদ্রাসা ও উপজেলা পরিষদে আসা মানুষের সমাগম হয় বেশি। এই জনগুরুত্বপূর্ণ সড়কে কুকুরের এমন তাণ্ডব রিতিমতো পথচারিদের মধ্যে ভয়ভীতি সংশয় লক্ষ করা গেছে।

আহতদেরকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে মহেশখালী হাসপাতালে। দ্রুত এই পাগলা কুকুরের বিরুদ্ধে অভিযানের জোর দাবি জানান এলাকাবাসি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন