মহেশখালীতে জলদস্যুদের বিরুদ্ধে জেলেদের মানববন্ধন

17409950_1374912082565889_297074156_n copy

মহেশখালী প্রতিনিধি:

সাগরে জলদস্যুতা বন্ধ করতে মহেশখালী উপকূলের জেলে ও বোট মালিকদের মানববন্ধন। জেলেদের দাবি আমরা বাঁচতে চাই। জলদস্যুদের কবল হইতে আমাদের রক্ষা করুন। অন্যতায় আমরা জীবনের ঝুকি নিয়ে জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করবো।

২০ দিন ধরে মহেশখালীর ৩০টির ফিশিং ট্রলার ডাকাতির শিকার হয় সাগরের বিভিন্ন পয়েন্টে। এতে ২জন জেলে জলদস্যুদের হাতে প্রাণ হারায়। সোমবার সকাল ১১টায় মহেশখালী বোট মালিক ও জেলেদের আয়োজনে উপজেলা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর মেয়র, সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করে। জেলেদের মুখে প্রতিবাদের ভাষা মরবো না হয় মারবো আর একজন জেলে ভাইকেও মরতে দেব না।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান করে জেলেরা।  জেলেরা জানান, মহেশখালীর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছে বলেও জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন