মহালছড়ি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

IMG_20170208_124548 copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের  উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার সকাল ১১টার সময় মহালছড়ি ডিগ্রি কলেজের হল রুমে ছাত্রছাত্রীদের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়ার মাহফিলে বক্তরা বলেন, মানব সেবায় নিয়োজিত করার জন্য নবী করিম (সা:) কে এ পৃথিবীতে প্রেরণ করেছিলেন তার দেখানো পথ অনুসরণ করলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এছাড়াও অন্যান্য বক্তারা বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের প্রশ্রয় দেয়না।

জঙ্গিবাদ নির্মূলে কলেজ ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা। পরিশেষে দোয়া ও মোনাজাতে বিশ্বমুসলিম উম্মাহ তথা বাংলাদেশের  সকল ধর্মের মানুষের শান্তি কামনা করেন।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মওলানা রুহুল আমিন, মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাক্তন ধর্মীয় শিক্ষক মওলানা আজিজুল হক, মহালছড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আসাদুজ্জামান, অধ্যাপক তুষার দাশ, মহালছড়ি থানার এস আই মো. হাবিব প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন