ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চকরিয়ায় ৩৮৯ বস্তা চোরাই সার জব্দ

1222

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের এক খুচরা সার বিক্রেতার গুদামে অস্বাভাবিক মজুদকৃত প্রায় ৩৮৯ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করার পর এসব সার ট্রাকভর্তি করে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এসব সার নিলামে তোলা হবে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা বাজারের মারকাজ মসজিদ রোডের খুচরা সার বিক্রেতা বিজয় এন্টারপ্রাইজে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম বলেন, ‘জব্দকৃত এসব সার আশুগঞ্জের। যা একেবারে অবৈধ পন্থায় চোরাই পথে আনার পর এখানে মজুদ করা হয়েছে। হয়তো সুযোগ বুঝে এসব সার অন্য কোথাও পাচারের উদ্দেশ্য ছিল ওই বিক্রেতার। তাই জব্দকৃত ৩৮৯ বস্তা সার উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। দু-একদিনের মধ্যে এসব সার নিলামে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন