ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য: আবু সুফিয়ান

উখিয়া প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বহদ্দারহাট যমুনা স্কয়ারে ৯জুন বিকাল ৪টায় চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, দেশে আইনের শাসন নেই। এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য।

তিনি আরো বলেন, সরকার বিশাল ঘাটতির বিলাসী বাজেট ঘোষণা করে বিশাল অঙ্কের দুর্নীতির বন্দোবস্ত করেছে। পবিত্র রমজান মাসেও দেশের মানুষ ইফতার ও সেহেরীর সময় বিদ্যুৎ পাচ্ছে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ আজ দিশেহারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দগাও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এডভোকেট মো. ইলিয়াছ, শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ আপ্যায়ন সম্পাদক নেছারুল ইসলাম নাজমুল, বিএনপি নেতা আবদুল আজিজ, আইয়ুব হোসেন, আপিল উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সাহাব উদ্দিন সিহাব, জহিরুল ইসলাম, মোরশেদ কামাল, চবি ছাত্রদলের সহ সভাপতি এড. কে এম সাইফুল ইসলাম, মো. ইদ্রিস, ইকবাল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন উর রশিদ মামুন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আরমানুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরান সানি, সাংগঠনিক সম্পাদক জাহেদ উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল উদ্দিন প্রমুখ।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন