Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

ভূমি কমিশন বাতিলে আহুত হরতাল সফল করায় কৃতজ্ঞতা জানিয়েছেন ৫ সংগঠনের নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি:

পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন  ২০০১ (২০০১ সনের ৫৩নং আইন)  ও  সংশোধনী-২০১৬  পাস  হয়েছে। এই গণবিরোধী আইন বাতিলের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলন,  পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালি ছাত্র  পরিষদ, পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদসহ এই ৫ বাঙালি সংগঠনের ডাকে রবিবার তিন পার্বত্য জেলায় আহুত হরতাল শান্তিপূর্ণভাবে পালিত  হ্ওয়ায় পার্বত্য চট্রগ্রামের ৫   বাঙালি সংগঠনের সকল নেতাকর্মীসহ পার্বত্যবাসীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন  পাঁচ সংগঠনের সংশ্লিষ্ট নেতারা।  পাশাপাশি ইসলামী ফ্রন্ট, ভূমি রক্ষা কামিটি, পার্বত্য শ্রমিক  পরিষদ, জাগো পার্বত্যবাসীসহ যারা হরতালে সমর্থন দিয়েছেন তাদের সকলকেও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ ।

বিবৃতিতে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও ৫ দলীয় প্রধান সমন্বয়ক আলকাছ আল মামুন ভূইঁয়া বলেন, ‘আজ পার্বত্য বাসী সকাল-সন্ধ্যা হরতালকে সফল ও শান্তিপূর্নভাবে পালন করে প্রমান করেছে যে,তারা ভুমি আইন ২০০১এবং তার (সংশোধনী) ২০১৬ তারা প্রত্যাখান করেছেন, তাই শীঘ্রই তা বাতিল করতে হবে।

তিনি আরো বলেন, ‘হরতাল চলাকালে পার্বত্য এলাকার জেলা, উপজেলায় ও পৌর শহরে ৫ সংগঠনের যেসব নেতাকর্মী খণ্ড খণ্ড ভাবে তিন পার্বত্য জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বের করেছে, ভূমি আইন বাতিলের দাবিতে যারা দোকানপাট ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখে কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটিয়ে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচীকে সফল করেছে, সকল সংগঠনের যৌথভাবে আন্দোলনে স্বক্রীয় ভাবে রাজপথে থেকেছে তাদের  সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে যে কোন আন্দোলনে সংগ্রামে এভাবে ঝাঁপিয়ে পড়লে সফলতা নিশ্চিত।

সংবাদ মাধ্যমে প্রেরিত অপর এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের মহাসচিব মনিরুজ্জামান মনির বলেন, ‘হরতালের মুখে রোববার সকালে ডাকা ভূমি কমিশনের বৈঠকটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যা হরতালের কারণে ব্যর্থ হয়েছে। এটি আন্দোলনকারী ও পার্বত্যবাসী বাঙালিদের আন্দোলনের ফসল এবং প্রাথমিক বিজয় হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন। তবে রাঙামাটি সার্কিট হাউজের অতিথি কক্ষে সেটি হলেও সেখানে সন্তুলারমা, চাকমা হেডম্যান দেবাশিস রায়, গওহর রিজভীসহ কতিপয় উপজাতীয় নেতার সাথে বিচারপতি আনোয়ার-উল-হক খোস গল্প ও চা পানে সময় কাটিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন’।

আরেক বিবৃতিতে পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেন ‘আমরা রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ভূমি কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক সর্বশেষ সরকারের উপদেষ্ঠা গওহর রিজভীর সাথে বৈঠক করে পার্বত্যবাসীর জন্য আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি । এমতাবস্থায় আন্দোলন ছাড়া পার্বত্যবাসীর জন্য আর কোন পথ খোলা নাই ।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন