ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেকনাফে ২ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

teknaf-news-pic-13-10-16-6-copy

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার জেলার টেকনাফে দু’টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা আশ্রয়কেন্দ্র গুলো হল টেকনাফ উপজেলা সদরের মুহাম্মদিয়া রিয়াদুল জান্নাত দাখিল মাদ্রাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং লম্বরী মলকাবানু উচ্চবিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে এ দু’টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তিনতলা বিশিষ্ট প্রতিটি আশ্রয়কেন্দ্রে কমপক্ষে ১ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। তবে দূর্যোগ মূহুর্ত ছাড়া অন্য সময় এগুলো বিদ্যালয় ভবন হিসেবে ব্যবহৃত হবে। টেকনাফ লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন উপনির্বাহী কর্মকর্তা শফিউল আলম, সদরের চেয়ারম্যান শাহাজান মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল, প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল্লাহসহ সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃদ।

অপরদিকে সদরের মুহাম্মদিয়া রিয়াদুল জান্নাত দাখিল মাদ্রাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোমেনা আক্তার, অভিভাবক সদস্য মনির আহমদ, মোস্তফা হাজী, মাদ্রাসার সুপার আমির হোসেন, সকল শিক্ষকসহ ছাত্রছাত্রীবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন