ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন

kiuh

খেলা ডেস্ক:

টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলা বাংলাদেশের মেয়েদের মুখেই প্রত্যাশিতভাবে শিরোপার হাসি! তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের ফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ভারত। আজ রোববার ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে দক্ষিণ ও মধ্য এশীয় অঞ্চলের শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

গোটা টুর্নামেন্টে বাংলাদেশ রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়েছে। ভারতকে ৩-১ গোলে হারিয়ে শুরু করা বাংলাদেশের মেয়েরা পরের ম্যাচে নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানও বিধ্বস্ত হয়েছে ৯-১ গোলে।

ফাইনালে ভারতের মেয়েরাও দাঁড়াতে পারেনি বাংলাদেশের কাছে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মিডফিল্ডার তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ডিফেন্ডার আনাই মোগিনি। ৫২ ও ৬৪ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে বড় জয় এনে দেওয়ার কৃতিত্ব তহুরার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন