ব্যাটিং ভালো লাগে রুবেলের!

 

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা রুবেল জানান, “সব সময়ই ব্যাটিং মজা লাগে। আমার সঙ্গে শেষ ব্যাটসম্যান ছিল। আমি কিছু শটস খেলছি, টাইমিং হয়েছে; এই আর কি।”

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চা বিরতির আগে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার সময় চার ছক্কা আর দুই চারে ৪৫ রানে অপরাজিত থাকেন রুবেল।

১০ নম্বরে নামা রুবেল জানান, কোনো পর্যায়ের ক্রিকেটে কখনোই চারটি ছক্কা হাঁকাননি তিনি।

“এই উইকেটে তেমন কোনো স্পিন নেই, সুইং নেই। ব্যাটসম্যানদের জন্যে খুবই ভালো উইকেট। ব্যাট চালাচ্ছিলাম, লাগছিল।”

রুবেল জানান, বাগেরহাটের স্কুল টুর্নামেন্টে একশ’ রানের ইনিংস আছে তার। খুলনা ডিভিশন প্রিমিয়ার লিগে অর্ধশতক রয়েছে তার। সব সময়ই ব্যাটিং উপভোগ করেন তিনি।

“ব্যাটিংয়ে যদি ৪০/৪৫ রান করা যায় তাহলে তার মজাটাই অন্যরকম। আমার আজকে খুব ভালো লাগছে।

দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ৫০৩ রান করে বাংলাদেশ। রুবেল জানান, চট্টগ্রাম টেস্টে এক ইনিংস ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল তাদের। দিন শেষে নিজেদের খুব ভালো অবস্থানে দেখছেন তিনি।

“খুব ভালো একটা স্কোর হয়েছে। এই উইকেটে প্রথমে একটু রান হবে। কাল সকালে যদি আমরা উইকেট নিতে পারি তাহলে খুবই ভালো হবে।”

দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। ব্রায়ান চারিকে ফিরিয়ে অতিথিদের একমাত্র উইকেটটি নেন রুবেলই। তিনি মনে করেন, উইকেটের জন্য ধৈর্য্য ধরতে হবে বোলারদের।

“এতো সুন্দর পিচে উইকেট নেওয়া খুব কঠিন। ধৈর্য্য ধরে বোলিং করেই উইকেট নিতে হবে। পিচ থেকে স্পিনাররা সহায়তা পেলে উইকেট নেয়া সহজ হবে। কাল সকাল-সকাল আমাদের উইকেট নিতেই হবে।”RUBEL-2

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন