বেইলি ব্রিজ ভেঙে বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার:

টানা এক সপ্তাহ ধরে ভারি বর্ষণে ও পাহাড়ী ঢলে একটি বেইলি ব্রিজ ভেঙে বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জানা যায়, সোমবার দুপুরে সড়কের কইক্ষ্যং ঝিড়ি এলাকার পাহাড়ী ঢলে বেইলি ব্রিজটি ভেঙে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সড়কে উভয় পাশে যানবাহন আটকে যায়। একই সাথে রুমা বাজারে প্রবেশ পথে কফি হাউস এলাকায় পাহাড় ধস হয়ে সড়কের ওপর মাটি জমে গেলে সেখানেও যানচলাচল বন্ধ হয়ে গেছে।

কইক্ষং ব্যবসায়ী জাকির হোসেন জানান, দুপুরের দিকে প্রবল বর্ষণে কইক্ষ্যং ঝিড়ি এলাকায় নড়বড়ে বেইলি সেতুটি পানির তোড়ে ভেঙে গিয়ে সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে প্রবল বর্ষণে কয়েকটি পাহাড় ধসের কারণে রুমা বাজারে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক রুমা উপজেলা প্রশাসনের একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে ভেঙে যাওয়া ব্রিজের অংশে আটকা পরেন। পরে ভাঙা ব্রিজটি হেটে পার হয়ে একটি চাঁদের গাড়িতে (খোলা জিপ) করে তিনি রুমায় পৌঁছান।

এ বিষয়ে বান্দরবান সড়ক জনপথ বিভাগের উপ- সহকারী প্রকৌশলী আশিষ মুখার্জী জানান, বান্দরবান রুমা সড়কটি বর্তমানে সেনা বাহিনীর প্রকৌশল শাখা ১৯ ইসিবির আওতাধীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন