বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকীর নামে সড়ক উদ্বোধন

chakaria pic (kakara) 19-5-17
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের প্রপারকাকারা ৭নং ওয়ার্ডের প্রধান সড়কটি নাম করণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকী সড়ক। ১৯ মে বিকাল সাড়ে ৪ টায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ সড়কের উদ্বোধন করা হয়। পরে বীরমুক্তিযোদ্ধা মরহুম জহিরুল ইসলাম ছিদ্দিকীর প্রতিষ্ঠিত কাকারা জামেয়া ইসলামীয় হাফেজখানা ও এতিমখানা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের বড় ভাই জসিম উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও অধ্যাপক মোস্তফা জামান খারেচ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আলমের পক্ষে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহা¦ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা নজির আহমদ, মরহুমের পুত্র ও দৈনিক কালের কন্ঠ সিনিয়র রিপোর্টার আসিফ  ছিদ্দিকী, কাকারা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আরিফুল ইসলাম চৌধুরী, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সৃষ্টি সমবায় কেন্দ্রের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছিদ্দিকী।

উপস্থিত ছিলেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মাস্টার সিরাজ আহমদ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোজাম্মেল হক, সিনিয়র সাংবাদিক জাকের উল্লাহ চকোরী, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ, সাবেক সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, টিআইবির এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন, কল্লোল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদাত হোসেন ছিদ্দিকী, সনাক সদস্য জারিয়াতুল মোস্তফা, সিনিয়র সহসভাপতি রফিক আহমদ, সহসভাপতি জহিরুল আলম সাগর, নির্বাহী সদস্য এম মনছুর আলম, ইউনিয়ণ আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাসুদ রেজা চৌধুরী, কফিল উদ্দিন, খোকন,আদনান রামিম, রুহুল কাদের প্রমূখ।

উল্লেখ্যযে, কাকারা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার অধিদপ্তরের ৫০লক্ষ টাকা ব্যয়ে এ সড়কটি নির্মাণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন