বিসিএস ক্যাডারদের বুনিয়াদি প্রশিক্ষণে ক্রেস্ট অব অনার পেলেন রামুর তাসলিমুন নেছা

রামু প্রতিনিধি:

বিসিএস ক্যাডারদের বিএ-৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। ৬ মাসব্যাপী এ কোর্সে অংশগ্রহণকারী সেরা ১জনকে ডিজি এ্যাওয়ার্ড এবং ৪জন প্রশিক্ষণার্থীকে ‘ক্রেস্ট অব অনার’ প্রদান করা হয়েছে। এতে ৪র্থ হয়ে সম্মাননা পুরস্কার পেয়েছেন রামুর কৃতি সন্তান, নারায়নগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা।

গত রবিবার (১৯নভেম্বর) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তাসলিমুন নেছা সহ শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট অব অনার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাফরুহা সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর মহাপরিচালক মো. মওদুদুর রশিদ সরদার। চলতি বছরের ২৩ মে শুরু হওয়া  এ প্রশিক্ষণ চলে ১৯ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য প্রশিক্ষণ কোর্সে ক্রেস্ট অব অনার অর্জনকারী তাছলিমুন নেছা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মনির আহমদের কন্যা এবং কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক মো. আবদুল মান্নান ও ছড়ুয়া সম্পাদক ছড়াকার কামাল হোসেনের ছোট বোন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন