Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বিশ্বকাপে এক নজরে ভারত-অস্ট্রেলিয়া

India-Vs-Australia

খেলা ডেস্ক:
এসসিজি-তে মহারণ! বৃহস্পতিবার সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই৷ বিশেষজ্ঞরা বলছেন লড়াই ফিফটি-ফিফটি৷ এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া৷ দেখে নেওয়া যাক বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার পরিসংখ্যান৷

১. বিশ্বকাপে সবচেয়ে সাফল্য পাওয়া দল অস্ট্রেলিয়া৷ চারবার চ্যাম্পিয়ন ও তিনবার রার্নাস৷ ভারত দু’বার চ্যাম্পিয়ন ও একবার রার্নাস৷

২. প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া৷ লিগে, সুপার সিক্স, কোয়ার্টার ফাইনাল, এমনকী ফাইনালে লড়াই হয়েছে দু’ দলের৷ কিন্তু সেমিফাইনাল এই প্রথম৷

৩. বিশ্বকাপে ১০ বারের সাক্ষাতে সাত বার জিতেছে অস্ট্রেলিয়া৷ তিন বার ভারত৷

৪. বিশ্বকাপের সেমিফাইনালে কখনও হারেনি অস্ট্রেলিয়া৷ ১৯৯৯-এ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ টাই হয়৷ বাকি পাঁচটি সেমিফাইনালে (১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ২০০৩ ও ২০০৭) জিতেছে অজিবাহিনী৷

৫. বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরিকারী একমাত্র ভারতীয় ব্যাটসম্যান অজয় জাদেজা৷

৬. বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেরা ব্যাটসম্যান রিকি পন্টিং৷ ৫টি ইনিংসে ৩০৩ রান৷ ভারতের সচিন তেন্ডুলকর৷ ছ’ ইনিংসে ১৯৪ রান৷

৭. অজিদের বিরুদ্ধে ভারতের সেরা বোলার কপিল দেব৷ ন’টি উইকেট৷ অস্ট্রেলিয়া স্টিভ ওয়া ও ক্রেগ ম্যাকডারমট দু’জনেই ৮টি করে উইকেট নিয়েছেন৷

৮. সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল বাতিল বা টাই হলে, পুলে শীর্ষ স্থানে শেষ করায় ফাইনালে পৌঁছে যাবে ভারত৷ পুল এ-তে দ্বিতীয় স্থানে শেষ করে অস্ট্রেলিয়া৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন