বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে কাপ্তাই শিক্ষক সমিতি’র স্মারকলিপি

কাপ্তাই প্রতিনিধি:

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারী প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিসমুহ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কাপ্তাই শিক্ষক সমিতি।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষক-কর্মচারীদের ৫% বেতন বৃদ্ধি, বৈশভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবিসমুহ বাস্তবায়নের আবেদন করা হয়।

শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ হারুন উর রশিদ ও সম্পাদক জয়সীম বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত শিক্ষাবান্ধব ও শিক্ষানুরাগী। তাই এসব দাবি বাস্তবায়নে দেশ ও জনগনের অগ্রগতি, উন্নয়ন কল্যানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন