Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বিজিবি ও বিএসএফ সদস্যদের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি কোর্স সমাপ্ত

bandarban-bjb-pic-21-11

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে ‘সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি বিজিবি’র ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম পিএসসি।

১৪ দিনের প্রশিক্ষন কোর্ষে ভারতীয় সীমান্ত রক্ষি বিএসএফের ১১জন কর্মকর্তাসহ ২২জন বিভিন্ন পদবীর ও বিজিবি’র ৫জন কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়। এছাড়া পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস্ ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির কর্তকর্তারা বক্তব্য রাখেন।

ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম বলেন, এ প্রশিক্ষনের ফলে উভয় বাহিনীর প্রশিক্ষাণার্থীরা নিজের দেশের সীমান্ত সুরক্ষা, সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচাররোধে এবং অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে উভয় বাহিনী বিশেষ ভূমিকা রাখবে।

এছাড়া এ প্রশিক্ষনে সীমান্তে দায়িত্বরত অর্জিত অভিজ্ঞতা বিনিময় এবং সীমান্ত অপরাধী প্রতিরোধে কৌশলগত দক্ষতা অর্জনের পাশাপশি এ প্রশিক্ষন উভয় বাহিনীর মধ্য পারস্পরিক আস্তা, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।

বিএসএফের টু-আইসি জুগেন্দর নাথ বলেন, এ প্রশিক্ষনের ফলে উভয় দেশের আস্থা বৃদ্ধি ও ভাতৃত্ব বন্ধন জোরদার হয়েছে। তিনি প্রশিক্ষকদের ধন্যবাদ জানায়ে আতিথেয়তার প্রশংসা করেন।

আলাপকলে জুগেন্দর নাথ বলেন, সীমান্তে বিএসফ এমনিতে গুলি করেনা। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি করে।

এ সময় লে. কর্নেল মুহাম্মদ খালিদ আয়ূব, লে. কর্নেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লে. কর্নেল একেএম ইকবাল হোসেন, লে. কর্নেল মো. মাহফুজুর রহমান, লে. কর্নেল সাবিহা মাহবুবা, লে. কর্নেল রেজিনা জেসমিন, মেজর মো. আবুল হাসান, মেজর মো. লিয়াকত হোসেন মোল্লা, মেজর মো. তারিকুল ইসলাম, ক্যাপ্টেন আহমদ নিবরাস খান,ক্যাপ্টেন মো. গাউস আঞ্জুমান, এডি মো. আলী আজগর সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন