Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বিজিবি’র ২০০ প্রতিযোগী নিয়ে নাইক্ষ্যংছড়িতে আন্ত:ব্যাটালিয়ন সাইক্লিং প্রতিযোগিতা শুরু

pic-21-11-16-cykling-copy

বাইশারী প্রতিনিধি:

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এই প্রথম দেশের দক্ষিণ পূর্ব রিজিয়ন আন্ত:ব্যাটালিয়ন  সাইক্লিং প্রতিযোগিতার উদ্ভোধন হয়েছে সোমবার সকালে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বিজিবি’র তত্বাবধানে ও আয়োজনে ৫ দিন ব্যাপী এ খেলাটি উদ্ভোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজারের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কর্নেল মো: আনোয়ারুল আজিম।  এ সময় তিনি বলেন, ক্রীড়া মানুষকে দেয় আনন্দ আর সাহস। আর এ সাহসকে কাজে লাগিয়ে দেশকে উন্ন্য়নের উচ্চ শিখরে নিয়ে যেতে হবে আমাদের। কারণ আমরা বীরের জাতি। যা আমাদের ঐতিহ্য।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩১ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো: শফিকুর রহমান সহ কর্মকর্তারা। ৩১ বিজিবি সদর ব্যাটালিয়ন স্টেডিয়ামে  অনুষ্ঠিত এ খেলায় মোট ২০টি ব্যাটালিয়নের ৭ ইভেন্টে ২ শত প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে কয়েকজন আন্তর্জাতিক পর্যায়ে এ খেলায় অংশ নিয়েছিলেন।

এদিকে বিজিবি সূত্র জানান, ২১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী এ খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে  বর্ডার গার্ড বাংলাদেশের রিজিয়ন কমান্ডার, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন