বিজিবি’র রেজখাল যৌথ চেকপোষ্ট ও তুমব্রু বিওপি কর্তৃক মালামাল আটক

untitled-1-copy

বিজ্ঞপ্ত:

বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ১১টার দিকে ৩৪বর্ডার গার্ড বাংলাদেশ’র রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলার ৯নং খুনিয়াপালং ইউপি’র সোনার পাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ১,৪৫,০০০(এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা মূল্যের ৫প্যাকেট বার্মিজ কারেন্ট জাল এবং ১টি বার্মিজ মোটর সাইকেলের ইঞ্চিন আটক করতে সক্ষম হয়।

অপর অভিযানে শুক্রবার ১টায় ৩৪বর্ডার গার্ড বাংলাদেশ’র তুমব্রু বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র তুমব্রু চাকমা পাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় মালিক বিহীন ৪,৮৭,২২০(চার লক্ষ সাতাশি হাজার দুইশত বিশ) টাকা মূল্যের ২৫৯০টি বার্মিজ কুইনলি ক্রীম, ১২৫৫৬টি বার্মিজ সাবান এবং ৪৫৪টি বার্মিজ লোশন আটক করতে সক্ষম হয়।

উভয় অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৬,৩২,২২০(ছয় লক্ষ বত্রিশ হাজার দুইশত বিশ) টাকা। জব্দকৃত কারেন্ট জাল, মোটর সাইকেলের ইঞ্চিন, কুইনলি ক্রীম, সাবান এবং বার্মিজ লোশন বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন