বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পরিবর্তে সংঘাত, সহিংসতার চর্চা হয়: কুজেন্দ্র লাল ত্রিপুরা

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ি সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পরিবর্তে সংঘাত, সহিংসতার চর্চা হয়। মানুষকে ভিটেমাটি ছাড়া হয়ে নির্বাসিত হতে হয়। তাই উন্নয়ন ও শান্তির স্বার্থে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ ও সমর্থন দিতে হবে।

তিনি বলেন, এলাকার উন্নয়নের ধারা অব্যাহত  এবং শান্তি, সম্প্রীতির  পরিবেশ বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রামগড়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় তিন মাসের  প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

রামগড় লেকপার্কে বিজয় ভাস্কর্য চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় উপজেলার নির্বাহী অফিসার মো. আল মামুন মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য একে এম আলীম উল্লাহ, রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুন্নবী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশুইপ্রু চৌধুর অপু, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহজাহান, রামগড় উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব কাজী নুরুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ গ্রহণকারী সেলিনা আকতার।

স্বাগত বক্তব্য দেন রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বাশার পাটোয়ারী। সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোস্তফা হোসেন, রামগড় পৌরসভার প্যালেন মেয়র আহসান উল্লাহ, খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা, পৌরসভার কাউন্সিলর শামিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে তিনি রামগড় পৌর এলাকার দক্ষিণ গর্জনতলী মসজিদ, জগন্নাথপাড়া ব্রিজ ও উপজেলা পরিষদ কমপ্লেক্স উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন