বামদল সমূহের ডাকা হরতালে পুলিশী হামলা ও আটকের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা বৃহঃস্পতিবার (৩০ নভেম্বর) সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে বামদলসমূহের ডাকা আজকের অর্ধ দিবস হরতালে কিশোরগঞ্জে পিকেটারদের ওপর পুলিশের মারমুখী হামলা, ঢাকায় সিপিবি অফিসে তল্লাশি, হয়রানি ও ধরপাকড়ের নিন্দা জানিয়েছেন।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও বর্ধিত দাম প্রত্যাহার দেশের সাধারণ মানুষের দাবি উল্লেখ করে বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে গণদাবিকে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

উপর্যপুরি দুই মেয়াদে ক্ষমতাসীন হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার একের পর এক জবরদস্তিমূলক কালাকানুন চাপিয়ে দিচ্ছে মন্তব্য করে ইউপিডিএফ নেতা বিবৃতিতে আরও বলেন, সরকারের হিংস্র ফ্যাসীবাদী নখদন্তের আঁচর শুধু কিশোরগঞ্জে মিছিলকারীদের ওপর নয়, এ ধরনের হামলা ক্ষমতাসীনদের সাথে ভিন্নমত পোষণকারী দল, প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংখ্যালঘু জাতিসত্তার ওপর অব্যাহত রয়েছে।

সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে ইউপিডিএফ নেতা সরকারের ফ্যাসীবাদী দমন নীতির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের আহ্বান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন