বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগের ৮১ সদস্যের পূণাঙ্গ কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগের ৮১ সদস্যের পূণাঙ্গ কমিটির অনুমোদন করেছে জেলা কমিটি।

শনিবার (২ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সভাপতি মো. কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল স্বাক্ষরিত কমিটিতে চিংসাইনু মার্মাকে সভাপতি ও আরিফুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি জলিল মোহাম্মদ হানিফ, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রাজিব, উসিহানু তালুকদার, উশৈসিং মার্মা, উক্যেচিং মার্মা, উচসিং মার্মা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে উক্যমং মার্মা অভিক, দেলোয়ার হোসেন রাসেল, অংসিংনু মার্মা, শান্ত জয় তঞ্চঙ্গ্যা, উসাইনু মার্মা, হ্লাগ্যনু মার্মা, মেসাইনু মার্মা, শুভ বড়ুয়া, সাগর শীল, উসাঅং খেয়াং, প্রচার বিষয়ক সম্পাদক ক্যাহ্লা মার্মা, উপ-প্রচার বিষয়ক সম্পাদক উশৈসিং মার্মা, দপ্তর সম্পাদক মো: কলিম উল্লাহ, উপ-দপ্তর সম্পাদক হ্লাচিংমং মার্মা, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অংনু মং মার্মা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উথোয়াই মার্মা, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক অংসিং ঞো মার্মা, সহ শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক ক্যাথুই মং মার্মা, সাংস্কৃতিক সম্পাদক থুইচাংপ্রু খেয়াং, উপ-সাংধস্কৃতিক বিষয়ক সম্পাদক উসাইচিং মার্মা, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোরশেদ আলম, উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক সামেচিং মার্মা, ক্রিড়া সম্পাদক উসৈসিং মার্মা পিন্টু, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক উহ্লা মং মার্মা, পাঠাগার বিষয়ক সম্পাদক বাসিংমং মার্মা, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক হ্লাপ্রুসাই মার্মা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উখ্যাই মং মার্মা, উপ তথ্য বিষয়ক সম্পাদক জীবন চাকমা, ছাত্রী বিষয়ক সম্পাদক মিলিপ্রু মার্মা, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক হ্লাসুইনু মার্মা, অর্থ সম্পাদক উয়ইসিং মার্মা, উপ অর্থ বিষয়ক সম্পাদক চসাঅং মার্মা, আইন বিষয়ক সম্পাদক নুমংথুই মার্মা, উপ-আইন বিষয়ক সম্পাদক মংক্যসিং মার্মা, পরিবেশ বিষয়ক সম্পাদক সিংমংউ মার্মা, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক হ্লাক্যসিং মার্মা, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক এম সি বড়ুয়া, উপ- স্কুল ছাত্র বিষয়ক সমম্পাদক লেঅংপ্রু খেয়ায় (লিফং), বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হ্লশৈমং মার্মা, উপ-বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক উশৈ মামাং, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক পুলু মং মার্মা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক চসিং মং মার্মা, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রবণ কান্তি দেব, ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, উপ ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক বাবুল মার্মা, এছাড়াও ৪ জনকে সহ-সম্পাদক, ২২ জনকে সদস্য নির্বাচিত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন