বান্দরবান থেকে শুকনো খাবার ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছতে সময় লেগেছে ৩৮ দিন

লামা প্রতিনিধি:

লামা উপজেলায় সাম্প্রতিক সময়ে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু গত সোমবার(২১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে শুকনো খাবারের প্যাকেট ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার।

জানা গেছে, জেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যালয় গত ১৩ জুলাই লামা উপজেলার জন্য ১২০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেখান। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, সয়াবিন ১ লিটার, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, মুড়ি আধা কেজি ও চিড়া আধা কেজি।

উপজেলা ত্রাণ অফিস কর্তৃক জানা গেছে, গত ১৩ আগস্ট লামায় শুকনো খাবারের প্যাকেট পৌঁছে। বান্দরবান জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস থেকে বরাদ্দ হওয়ার প্রায় ১ মাসের মাথায় বন্যায় ক্ষতিগ্রস্তরা শুকনো খাবারের প্যাকেট পেলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন