বান্দরবানে ৬ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

Bandarban Dc pic-3.1

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বুধবার থেকে ৬দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি বুধবার বিকেলে মেলার উদ্বোধন করেন। বান্দরবান জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স ও সোনালী ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা চেম্বার সভাপতি ক্য শৈ হ্লা, পুলিশ সুপার সঞ্জিত রায়, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এবং এসএমই ফাউডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় স্টল খুলেছেন। মেলা চলবে ৬ মার্চ পর্যন্ত ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন