বান্দরবানে সনাতন ধর্মালম্বী ইসকন ভক্তদের শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উদযাপন

বান্দরবান প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সনাতন ধর্মালম্বী ইসকন ভক্তদের শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উদযাপিত হয়েছে।

শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বান্দরবানের কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের আয়োজনে চলছে নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা।

এসময় শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজার মাধ্যমে অন্নকূট মহোৎসব শুরু হয়, আর পর্যায়ক্রমে শ্রীমদ্ভাবগতপাঠ, ভজন কীতর্ন, রাজভোগ ও আরতি নিবেদনসহ চলে পালা কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা।

অনুষ্ঠানে কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের অধ্যক্ষ উজ্বলবর্ণ গৌর দাস, চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রচারক শ্রীপাদ রুপেশ্বর কৃষ্ণ দাশ, শ্রীপদ বল নিমাই দাসসহ বিভিন্ন ধর্মীয় বক্তারা উপস্থিত থেকে ভক্তদের বিভিন্ন ধর্মীয় জ্ঞান প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে জেলা ও উপজেলার সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে শ্রী শ্রী অন্নকূট মহোৎসবে অংশ নেয়।

সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জলন আর ভক্তদের সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই শ্রী শ্রী অন্নকূট মহোৎসরে সমাপ্তি ঘটবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন