বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও মঙ্গল যাত্রার র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বর্ণাঢ্য আয়োজনে পুরাতন বছর (১৪২৪) বিদায় আর নতুন বছর (১৪২৫) বরণ করেছে বান্দরবানবাসী। পাহাড়ি, বাঙালি পরিবারগুলো মেতে উঠেছে নববর্ষের আনন্দে।

শনিবার (১৪এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভা যাত্রায় পাহাড়ি ও বাঙালিরা ঐতিহ্যময় পোশাক, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়।

প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র ইসলাম বেবীসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

শোভা যাত্রা শেষে স্থানীয় রাজার মাঠে তিনদিন ব্যাপী নববর্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় প্রধান আকর্শন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ফলমূলের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে পান্তা ইলিশে যোগদেন প্রধান অতিথি। বিকালে স্থানীয় রাজার মাঠে লোকজ মেলা ও বলি খেলা অনুষ্টিত হবে। উজানী পাড়া সাঙ্গু নদীর ঘাটে মারমা সম্প্রদায়ের বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠিত হবে বলেও জানা যায়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন