বান্দরবানে প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিকনফারেন্স

Bandarban Pic-13.7.2016

স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী হিসেবে জঙ্গি বিরোধী গণসচেনতা বৃদ্ধি অংশ হিসেবে বান্দরবানের কর্মকর্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছেন। বুধবার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে কর্মকর্তাদের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী সঙ্গে কথা হয়। প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সে এসময় জঙ্গি বিরোধী নানা উদ্যোগ ও পরামশমূলক বক্তব্য শুনেন।

বান্দরবানের ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. মনিরুজ্জামান টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জেলায় সভা সমাবেশ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। যৌথ বাহিনী জঙ্গি তৎপরতা দমনে নিরলসভাবে কাজ করছে বলে জেলা প্রশাসক দিলীপ কুমান বণিক বক্তব্য রাখেন।

এ সময় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীক কুমার বনিক, সদর জোন কমন্ডার লে. কর্নেল মো. হায়দার, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন