বান্দরবানে পাহাড় ধ্বসে নিখোঁজ জবিউলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের রুমায় পাহাড় ধ্বসে নিখোঁজ পোস্ট মাষ্টার জবিউলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে বান্দরবান-রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধ্বসের স্থান থেকে প্রায় ৪০০ ফিট নিচে ঝিড়ি থেকে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধারের কথা জানান রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর আলী। এ পর্যন্ত জবিউলসহ চারজনের লাশ উদ্ধার করা হল।

রুমা উপজেলার নির্বাহী অফিসার শরীফুল হক ঘটনাস্থল থেকে জানান, লাশটির পরনের পেন্ট ও শরীরের গঠন দেখে পোস্ট মাষ্টার জবিউলের বলে তার সহকর্মীরা চিহ্নিত করেছেন। তার পরিবারের সদস্যরা কুমিল্লা থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন। আমরা তাদের অপেক্ষায় আছি। লাশ সনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ২৩ জুলাই বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকায় পাহাড় ধ্বসে রুমা উপজেলা স্বাস্থ্যকর্মী মুন্নি বড়ুয়া, কৃষি ব্যাংক রুমা শাখার কর্মকর্তা গৌতম কুমার নন্দীসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বান্দরবানের সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সিং মে চিং মার্মা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন