বান্দরবানে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম শুভ মহোৎসব

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম জন্ম মহোৎসব পালন করা হয়েছে শুক্রবার সকালে মেঘলা বান্দরবান সৎসঙ্গ বিহারে বিভিন্ন মঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়।

উৎসব উদযাপন কমিটির সভাপতি গোপন ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমল কান্তি দাশ, ধর্মীয় সহ সভাপ্রতি ঋত্বিক রাখাল চন্দ্র দে , বান্দরবান সৎসঙ্গ বিহারের উপদেষ্টা তপন কুমার দাশ, অর্থ সম্পদক লিংকনদে নয়ন, সাধারণ সম্পাদক টিংকু পুরোহিত, সদস্য অভি তালুকদার, বাপ্পা দাশ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা ঠাকুরের জীবনী পাঠ সম্পর্কে আলোকপাত করেন এবং সকলের উদ্দেশ্যে বলেন একজন সৎ গুরু হলো একটি জীবনের পথ পরিদর্শক, তার নিদের্শনা পারে জীবনকে পাল্টে দিতে। তাই জীবন পাল্টাতে সৎযোগ্য গুরুর শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়। পরিশেষে অতিথিরা সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন যাতে দেশের সব মানুষের মঙ্গল হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন