বান্দরবানে কমিউনিটি পুলিশিং এর “শিসক” কার্যক্রম পালন

Bandarban pic-28.8

স্টাফ রিপোটার:
বান্দরবান সদর থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে শিক্ষার্থী সম্পৃক্তকরণ কর্মসূচী “শিসক” কার্যক্রম সুয়ালক উচ্চ বিদ্যালয়ে পরিচালিত হয়েছে। সুয়ালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে শনিবার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. নুরুল কবির।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, ট্রাফিক আইন, মোবাইল ফোন ও ইন্টারনেটের অপব্যবহার, নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সকল ছাত্র-ছাত্রীদের চকলেট খাওয়ানোর মধ্য দিয়ে “শিসক” কার্যক্রম শুরু করা হয়। চকলেট খাওয়া শেষে চকলেটের ময়লা যেন নির্দিষ্ট স্থানে ফেলা হয় সে সংক্রান্তে সকলকে শপথ করানো হয় এবং পড়ালেখায় আরও মনযোগী হওয়ার জন্য ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর ১ম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষককে কমিউনিটি পুলিশিং এর টি-শার্র্ট ও ‘ম্যানারিজম’ নামের দুইটি শিক্ষামূলক বই উপহার দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন