বান্দরবানে কন্যা শিশু ও বাল্যবিবাহ প্রতিরোধ দিবস পালিত

Bandarban pic-12.10.2015

স্টাফ রিপোর্টার:
কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃন্ধ করবে আগামীর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে কন্যা শিশু দিবস ও বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে নারী ও শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে।

সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের উপর নির্যাতন দিন দিন বাড়ছে। প্রতিনিয়ত অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছে তারা। শিশুদের প্রতি নির্যাতনকারীদের বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন