বান্দরবানে আইন-শৃঙ্খলা সভায় তালিকাভূক্ত ছাড়া ট্যুরিস্ট গাইড হওয়া যাবে না

Bandarban Dc pic-12.10.2015

স্টাফ রিপোর্টার:
প্রশাসনের তালিকাভূক্ত ছাড়া কেউ ট্যুরিস্ট গাইড হওয়া যাবে না এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণ করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন বান্দরবান জেলা প্রশাসন।

সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা সভা করা হয়। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি বান্দরবান-রাঙ্গামাটির ভারত সীমান্তের বিলাইছড়ির নতুন পুকুর পাড় থেকে দুই পর্যটকসহ তিনজন অপহরণ হওয়ার পর প্রশানস এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া দুর্গম এলাকায় ভ্রমণের আগে আইন-শৃঙ্খলা বানিনীর কাছে গাইডসহ পর্যটকদের নাম, ছবি ও ভ্রমণের এলাকা অবহিত করতে হবে বলে জানান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।

সভায় বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাপনা ও সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তার জোরদার করা হয়েছে বলে জানান প্রশাসন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন