Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বান্দরবানের ৭ উপজেলা চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দিলেন ১৮জন

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। জেলার ৭ উপজেলায় আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে ১৮প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি)মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে স্ব স্ব এলাকার নির্বাচন অফিসও জেলা রিটার্নিং অফিসারের কাছে তাঁরা মনোনয়ন ফরম জমা দেন। তবে লামা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই উপজেলায় মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ২২ ফেব্রুয়রি পর্যন্ত করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালামের কাছে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীর। এরপর দুপুর ২টায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন বিগত নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। তিনি এবার স্বতন্ত্র ভাবে নির্বাচন করছেন।

বান্দরবান সদরে ভাইস চেয়ারম্যান পদে বিধান লালা (আওয়ামী লীগ), রাজুমং (আওয়ামী লীগ), মোহাম্মাদ ফারুক আহমদ (আওয়ামী লীগ), গোলাম মোস্তফা (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে-  য়ইসাপ্রু (আওয়ামী লীগ), সানজিদা আক্তার (আওয়ামী লীগ)।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন দাখিল করেছেন। এঁরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ (আওয়ামী লীগ মনোনীত), স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল, সাবেক ছাত্রলীগ সভাপতি চোচুমং মার্মা ও অধ্যাপক মো. ফরিদ।

ভাইস চেয়ারম্যান পদে- মো. ইমরান মেম্বার, মংহ্লায়েই মার্মা, মো. জহির উদ্দিন, ছৈয়দুল বশর, শাহজাহান কবির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা বেগম, ওজিফা খাতুন রুবি, সানজিদা আক্তার রুনা, শামীমা আক্তার ও হামিদা চোধুরী।

আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আবুল কালাম। তিনি এবার স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে জামাল উদ্দিন মনোনয়ন জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে মো. কপিল উদ্দিন, রাংক্লাংমুরুং, কাইন্তমুরুং। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ব্যারী মারমা, ইনুছা মারমা, শিরিনা আক্তার।

লামা উপজেলায় মোস্তফা জামাল (আওয়ামী লীগ মনোনীত) রফিক আহমদ (স্বতন্ত্র), আলমগীর(স্বতন্ত্র), আবু তাহের (স্বতন্ত্র)। এছাড়াও সেতারা বেগম মনোনয়ন ফরম জমা দেন জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে।

ভাইস চেয়ারম্যান  পদে মো. তৈয়ব আলী (স্বতন্ত্র), মো. জাহেদ উদ্দিন (স্বতন্ত্র) নুরুচ্ছাপা (স্বতন্ত্র ), দিদারুল হক চৌধুরী  (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- কুলছুমা বেগম  (স্বতন্ত্র ), সোলতানা নাজমা (স্বতন্ত্র ), মিলকি রানী দাশ (স্বতন্ত্র), শারাবান তাহুরা (স্বতন্ত্র)।

রুমা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান অংথোয়াইচিং (জেএসএস) ও উহ্লাচিং মার্মা (আওয়ামী লীগ মনোনীত)। ভাইস চেয়ারম্যান পদে থাংখামলিয়ানবম, জিং সম লিয়ানবম, চিংসাথোয়াই (বিপ্লবমারমা) (স্বতন্ত্র), ভারত চন্দ্র এিপুরা (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরতি ত্রিপুরা (স্বতন্ত্র), নুম্রাউ মারমা, জিংএংময় বম (স্বতন্ত্র)।

রোয়াংছড়ি উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন জেএসএস এর সাধারণ সম্পাদক ক্যাবামং (জেএসএস) ও চহাইমং মার্মা (আওয়ামী লীগ মনোনীত)। ভাইস চেয়ারম্যান পদে আথুইমং মার্মা, ক্যসাইনু মার্মা, থুইসাচিং মার্মা। মহিলা ভাইস চেয়ারম্যান  দে থুইনুপ্রু মার্মা, ক্রইচিংপ্রু মারমা, ক্রইমুইউ মার্মা।

এবং থানচি উপজেলায় বর্তমান চেয়ারম্যান ক্যাহ্লাচিং (স্বতন্ত্র) ও থোয়াইহ্লামং মার্মা (আওয়ামী লীগ মনোনীত)।  ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আথুইমং মার্মা, ক্যসাইনু মার্মা, থুইসাচিং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান  দে থুইনুপ্রু মার্মা, ক্রইচিংপ্রু মারমা, ক্রইমুইউ মার্মা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুমেপ্রু মার্মা, হাঁবৈরুং ত্রিপুরা এবং বকুলী মার্মা।

চেয়ারম্যানদের পাশাপাশি পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদেও অন্তত অর্ধশতাধিক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। বিএনপি বিহীন নির্বাচনে সাধারণ ভোটারদের মাঝে উদ্দীপনা দেখা না গেলেও ক্ষমতাসীন দলীয় নেতাকর্মীরা মনোনয়ন জমাকে কেন্দ্র্র করে মাতিয়ে তুলেন প্রতিটি উপজেলা। এসময় মনোনয়ন জমা দেয়ার পর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বান্দরবানের ৭ উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলেও জেলার নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় একাধিক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে নাইক্ষ্যংছড়িতে ৫ জন ও লামায় ৩ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন