বান্দরবানের প্রথম ব্যারিস্টার বোচ হাই মারমা


নিজস্ব প্রতিনিধি
বান্দরবানের প্রথম ব্যারিস্টার বোচ হাই মারমা। বোচ হাই মারমা বান্দরবানের পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র কনিষ্ঠ পুত্র এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র ভাতিজা।

বোচ হাই ২০০৫ সালে কুমিল্লা ইস্পাহানি স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি এবং ২০০৭ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচ এস সি পাশ করেন । পরে ২০০৮ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডিপ্লোমা কোর্স শেষ করেন।

২০১০ সালে একই ইনস্টিটিউশন থেকে এল এল বি কোর্স শেষে আইন বিষয়ে পড়াশুনা করতে অস্ট্রেলিয়া চলে যান। ২০১২-১৬ সেশন শেষে অস্ট্রেলিয়ার মেলবোনের লা ট্রব ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার ডিগ্রী লাভ করেন।

বর্তমানে বোচ হাই অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট অব ভিক্টোরিয়াতে কাজ করছেন। সোমবার সকালে বোচ হাইকে ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান প্রেস ক্লাব এর সভাপতি সহ সদস্যরা। এ সময় বান্দরবানের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন