বাজারে এখন পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট

 

00_SM-G313H_Standard_Originকর্পোরেট ডেস্ক:

বাংলাদেশে ফোন ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক মানের স্মার্টফোন আরো সহজলভ্য করে তোলার লক্ষ্যে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি সিরিজের নবতম সংস্করণ গ্যালাক্সি এইস নেক্সট। থ্রিজি ব্যবহার যোগ্য ফোনটি পুরো দেশজুড়ে পাওয়া যাচ্ছে ৮,৯০০ টাকার সাশ্রয়ী মূল্যে।
এরকম সাশ্রয়ী মূল্যে স্যামসাং এর প্রথম থ্রিজি স্মার্টফোন বাজারে সাড়া জাগাবে আশা করছে স্যামসাং কর্তৃপক্ষ। এই উপলক্ষে দেশজুড়ে স্যামসাং প্রতিনিধিরা বিভিন্ন রোড শো এবং র‌্যালির আয়োজন করে।

স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট এ রয়েছে সহজেই ব্যবহারযোগ্য ফিচার সহ বড় স্ক্রিনে ওয়েব সার্ফিং এবং ভিডিও চ্যাটিং এর উপভোগ্যতা। এই স্মার্টফোনটিতে রয়েছে ৪.০ ইঞ্চি ওয়াইড স্ক্রিন, ১.২ গিগাহার্টজ প্রসেসর এবং ৫১২ মেগাবাইট র‌্যাম। ফোনটিতে আরো রয়েছে ফ্ল্যাশ সহ ৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সহজেই ‘সেলফি’ তোলার জন্য ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ৪ জিবি আভ্যন্তরীন মেমোরি সহ আরো অতিরিক্ত ৩২ জিবি মাইক্রোএসডি মেমোরি ব্যবহার করা সম্ভব হবে।

ফোনটির ১৫০০ এমএএইচ ব্যাটারীরর সাহায্যে ব্যবহারকারীরা অনেক দীর্ঘ সময়ের জন্য ফোনটি ব্যবহার করতে পারবে। স্মার্টফোনটির কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে ওয়াই-ফাই (সর্বোচ্চ সম্ভাব্য গতি ২১ এমবিপিএস), বøুটুথ ৪.০, জিপিএস, গেøানাস, থ্রিজি এবং মাইক্রো ইউএসবি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন