বাছির স্মরণে কাউখালী যুবলীগের শোকসভা

কাউখালী প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুন হওয়া যুবলীগ নেতা বাছির উদ্দিন স্বরণে শোকসভার আয়োজন করেছে কাউখালী উপজেলা যুবলীগ।

রবিবার(৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগ এ শোকসভার আয়োজন করে। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী।

শোকসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুনি যেই হোক তাকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পরিকল্পনার মাধ্যমে এ হত্যায় জড়িত ছিলো তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে। যুবলীগ নেতা বাছিরের খুনিদেরকে এখন থেকে কাউখালী উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করা হলো।

এসময় বক্তারা বলেন, আমরা বারবার বলার চেষ্টা করেছি বাংলাদেশ আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না। আদর্শের কথা বলতে গিয়ে আজ বাছিরকে প্রাণ দিতে হয়েছে। বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা সন্ত্রাসের রাজনীতি করব না। আমরা সম্প্রতির রাজনীতি করি। আমরা প্রতি হিংসার রাজনীতি বিশ্বাস করিনা। এসময় বক্তারা বাছির হত্যার বিচারের বিষয়ে প্রশাসনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

 

উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরীর সভপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম চৌধুরী, ক্যাজাই মারমা, সাধারণ সম্পাদক এরশাদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামশুদ্দোহা চৌধুরী, বেলাল উদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি আবু তৈয়ব, ফজললুক হক, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুগ্ম সম্পাদক আবু বক্কর মিটুন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সিরাজ উদ্দিন কাউসার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতুমং মারমা আতু, সহ-সভাপতি সালাহ উদ্দিন হামিদ মঞ্জু,  সাধারণ সম্পাদক সজীব দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যাওয়ার পথে সকাল সাড়ে ছয়টায় উপজেলার রাঙ্গীপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুত্বর আহত হয় ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: বাছির উদ্দিন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন