বাঙালহালিয়া কলেজ জাতীয়করণ আদেশ পূণর্বহাল রাখার দাবিতে প্রতিবাদ সমাবেশ

কাপ্তাই প্রতিনিধিঃ

বাঙালহালীয়া কলেজ জাতীয়করণের আদেশ পূণর্বহালের দাবিতে রোববার বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উত্তাল হয়ে উঠে বাঙালহালীয়া বাজার এলাকা। আন্দোলনকারীরা ও এলাকার সর্বস্তরের জনগণ প্রতিবাদ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে যাত্রী ছাউনি এলাকায় সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, আন্দোলনকারী আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, পুলক বড়ুয়া, যুগ্মআহ্বায়ক পুলক চক্রবর্তী, সদস্যসচিব বিশ্বনাথ চৌধুরী, কামাল হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, সইসাপ্রমারমা, নয়ন চৌধুরী, ফোরকান, সুমন, অপুদে, মিরাজ, রাসেল সর্দার প্রমূখ।

সমাবেশে আন্দোলনকারীরা বলেন, বাঙাহালীয়া কলেজটি  প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয়করণ তালিকায়  অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু একশ্রেণীর কুচক্রীমহল কলেজটির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জাতীয়করণের তালিকা থেকে অনিবার্য কারণ দেখিয়ে জাতীয়করণ আদেশ হতে বাতিল করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত জাতীয়করণ আদেশ পুণর্বহাল করা না হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন কমিটি  আন্দোলন করে যাওয়া ঘোষনা দেয়। দীর্ঘ ১৫দিন যাবত বাঙালহালীয়ার সর্বস্তরের লোকজন, শিক্ষার্থীরা আন্দোলন করে চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন