বাঘাইছড়ির বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ ও গ্রেফতার দাবি

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ(হাসান) এর বিরুদ্ধে সরকারি চাকুরীজীবীদের আচরণ বিধি বহির্ভুত সরকার, পুলিশ, আওয়ামী লীগ এর অপপ্রচার মূলক পোস্ট লাইক ও শেয়ার করার অভিযোগে উপজেলা ছাত্রলীগ’র উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রবিবার(২৬ নভেম্বর)বেলা ১২টায়  উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল শেষে অভিযোগে বলেন, বাঘাইছড়ি উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. আহসানউল্লাহ ( হাসান) তার ব্যক্তিগত ফেইসবুক ওয়ালে বিভিন্ন সময় সরকার, পুলিশ, আওয়ামী লীগ ও আওয়ামী লীগ এর বিভিন্ন নেতার বিরুদ্ধে অপপ্রচার মূলক পোস্ট শেয়ার ও লাইক করে আসছিলো যা তার চাকুরী নিয়মের বহির্ভুত। বিষয়টি এলাকার বিভিন্ন জনের নজরে আসলে ছাত্রলীগসহ আওয়ামী লীগ এর মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়।

যার প্রেক্ষিতে আজ ১২টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ছাত্রলীগ নেতারা ২৪ ঘন্টার ভিতরে আহসানউল্লাহ কে অপসারণ ও গ্রেফতারের আল্টিমেটাম দেয়। অন্যথায় তারা কঠোর কর্মসূচি প্রদানের হুমকি প্রদান করে। এবং এই বিষয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা হতে পারে বলেও জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন