Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

 বাঘাইছড়ির অরক্ষিত সীমান্তে বিজিবির তিনটি বিওপি নির্মাণে সহযোগিতা দিতে বিএসএফ সম্মত

Untitled-2 copy

রামগড় প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন অরক্ষিত দুর্গম পাহাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির তিনটি নতুন বিওপি ক্যাম্প স্থাপনে সার্বিক সহযোগিতা দিতে সন্মত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ।

বুধবার খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে তারা এ সন্মতি জানায়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাঘাইছড়ির মারিশ্যাস্থ বিজিবির ৫১ ব্যাটালিয়নের আওতাধীন ভারতের মিজোরাম সীমান্তে বাংলাদেশের বিস্তৃীর্ণ এলাকা অনেকটা অরক্ষিত। সড়ক যোগাযোগ বিহীন দুর্গম পাহাড়িয়া অরক্ষিত ওই সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়াতে তিনটি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়। ক্যাম্পগুলো স্থাপনে বিএসএফের সহযোগিতা চাওয়া হয়। এর প্রেক্ষিতে তারা সার্বিক সহযোগিতা দিতে রাজি হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভার সন্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৈঠকে ১১ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান। অন্যদিকে ১২ সদস্যের বিএসএফের প্রতিনিধিত্ব করেন বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার হেড কোর্য়াটারের ডিআইজি শ্রী হারদিফ সিং।

বাংলাদেশ দলে অন্যান্যের মধ্যে ছিলেন, বিজিবির খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্ণেল মো. মতিউর রহমান, লে.কর্ণেল জিএম সরওয়ার, রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এম. জাহিদুর রশীদ, ৫৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম সাইফুল বাহার, বিজিবির দক্ষিণ পূর্বাঞ্চল রিজিয়নের নোডাল অফিসার লে. কর্ণেল এআরএম নাসির উদ্দিন একরাম, ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল  মো. ইকবাল হোসেন, ঢাকা রিজিয়নের স্টাফ অফিসার লে. কর্ণেল  মো. একলিম আবদীন প্রমুখ।

বিএসএফের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন, ত্রিপুরার উদয়পুরের সেক্টর কমান্ডার সিপি সাক্রসিনা, পানিসাগর সেক্টরের সেক্টর কমান্ডার  সিন্ধু কুমার, তেলিয়ামুঢ়ার সেক্টর কমান্ডার টি টি ফারকা, ৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার রবি কান্ত, ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার পংকজ কুমার, ৭ ব্যাটালিয়নের কমান্ডার সুরোজ সিং, ১৪ ব্যাটালিয়নের কমান্ডার  হিমাংশু চৌধুরি প্রমুখ।

সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী ফেনী নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর বিএসএফ প্রতিনিধিদলকে গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান ফুলেল অর্ভথ্যনা জানান।

এদিকে বৈঠক শেষে বিজিবির প্রতিনিধি দলের প্রধান গুইমারার সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান পার্বত্যনিউজকে জানান, অত্যন্ত আন্তরিক ও সোহার্দপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ কার্যক্রম, ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত পিলার চেক, যৌথ টহল প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সীমান্ত অপরাধ দমন বিষয়েও আলোচনা হয়। কর্ণেল জাবেদ বলেন, বৈঠকে রামগড় সাব্রুম স্থল বন্দর চালুর কার্যক্রমের ভারতের অগ্রগতির তথ্য জানিয়ে বাংলাদেশ অংশের কাজের খোঁজখবর নেয় তারা। তিনি আরও বলেন, মার্চ  মাসে  দুই পক্ষের মধ্যে পুনরায় বৈঠক হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন