বাঘাইছড়িতে সন্ত্রাসী কর্তৃক নিহতের ঘটনায় পিবিসি’র শোক

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোট গ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে বাঘাইছড়ির নয় মাইল এলাকায় পার্বত্য আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের ব্রাশ ফায়ারে প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ৮ এবং ২০ এর অধিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম।

সারাদিন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে যখন নির্বাচন কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফিরছিলেন তখন পথিমধ্যে পার্বত্য আঞ্চলিক সন্ত্রাসীদের ব্রাস ফায়ারের কবলে পরে নির্বাচন কর্মকর্তারা। এ ঘটনায় উদ্ধেগ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ রাঙ্গামাটি জেলা।

রাঙামাটি শহরে এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সন্ধা ৭টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ রাঙামাটি জেলার নেতা-কর্মীরা।

জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন পিবিসিপির জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জেলা সদস্য মো. জাবেদ নাগরিক পরিষদের জেলা সদস্য সচিব ছগির আহম্মদ কৃষি ডিপ্লোমা কমিটির সভাপতি আবু নাঈম সহ অসখ্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীরকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ  অন্যথায় পার্বত্যবাসী কে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন নেতারা।

পাহাড়ে একের পর এক সন্ত্রাসীদের হত্যাকাণ্ডে বসবাসের অযোগ্য হয়ে পরেছে পার্বত্য জনপদ। ইউপিডিএফ, জেএসএস এর মতো সন্ত্রাসী সংগঠন গুলো সব সময় পার্বত্য এলাকাকে নৈরাজ্য পূর্ণ এলাকায় পরিনত করেছে। তাই এসব সন্ত্রাসী অস্ত্রধারী সংগঠন গুলোকে নিষিদ্ধ করার দাবি জানান ছাত্রপরিষদ নেতা কর্মিরা।

এই ঘৃণ্য সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়িতে সন্ত্রাসী কর্তৃক নিহতের ঘটনায় পিবিসি’র শোক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন