বাঘাইছড়িতে জেএসএস এর মামলা প্রত্যহারের দাবীতে ৪৮ ঘন্টার অবরোধ ও বাজার বয়কট চলছে

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটি  জেলার বাঘাইছড়ি উপজেলায় মামলা প্রত্যহারের দাবীতে বুধবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টার অবরোধ ও বাজার বয়কট প্রথম দিনের মত শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে।

দূর পাল্লার ও বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি কোনো যানবাহন ও বাঘাইছড়ি থেকে রাঙামাটি নৌ পথে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

বুধবার হাটের দিন হলেও সদর এলাকায় যান চলাচল দিল আগের চাইতে একটু কম। বাঙালিরা ছাড়া কোনো পাহাড়ি বাজারে আসেনি। এছাড়া বাঘাইছড়ি ৯ কিলো এলাকাসহ কয়েকটি স্থানে রাস্তায় আগুন জালিয়ে পিকের্টিং এর খবর পাওয়া গিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপর দিকে প্রশাসনের পক্ষ থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোন ও বাঘাইছড়ি থানার পুলিশ সাধারণ মানুষের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য,  গত ৪ জানুযারি বাঘাইছড়ি বাবু পাড়ায়  জেএসএস এমএনলারমা যুব সমিতির সদস্য বসু চাকমাকে হত্যার ঘটনা ঘটে। এর পর ৫ জানুযারি জেএসএস সন্তলারমার দলের উপজেলা চেয়ারম্যান রড়ঋষি চাকমাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রভাত কুসুম তালুকদার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবরোধ, বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন