বাঘাইছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে দাবিতে সমাবেশ

12527705_962952400467204_434937760_n

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ির উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এবং খুন, অপহরণ, গুম, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে উপজেলায় বিক্ষোভ মিছিল ও চৌমূহনী মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা সচেতন নাগরিক সমাজ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাঘাইছড়ি পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল শুক্কুর মিয়ার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপি সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরে আলম খোকন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনছুর আহাম্মদ, পৌর কাউন্সিলর মো. আব্দুল আজিজ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি মো. রফিক আলী, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুজিত চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সঞ্চয় ধর, কাচালং ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মামুন অর রশীদ, বাঘাইছড়ি উপজেলা ছাত্রসেনার সভাপতি সৈয়দ মো. আব্দুল বারী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হওয়ার পরও পাহাড়ে অবৈধ অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসীরা ব্যাপক হারে চাঁদা আদায় করছে। শুধু বাঙ্গালীরা নয় পাহাড়ীরাও এই অবৈধ অস্ত্রের কাছে জিম্মি হয়ে আছে। তাই সরকারে কাছে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযানের আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন